ঝাড়খণ্ডে ইন্ডিয়া, মহারাষ্ট্রে বিজেপি, প্রিয়াঙ্কা প্রথমবারের সাংসদ, বাংলা ছয়ে ছয়
২৩ নভেম্বর, ২০২৪: হেমন্তকালেই হেমন্ত সোরেনের ‘প্রত্যাবর্তন’ আজ ঝাড়খণ্ডে। ৮১ সদস্যের ঝাড়খণ্ড বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ৪১টি আসন। সহযোগী কংগ্রেস, আরজেডি এবং বামদল সিপিআইএমএল (লিবারেশন)-কে সঙ্গে নিয়ে হেমন্তের ঝুলিতে ৫৭ টি আসন। ২০১৯ সালের থেকেও বেশি আসনে জিতে ২০২৪ সালে ঝাড়খণ্ডের গদিতে বসছে জেএমএম, কংগ্রেস, আরজেডির জোট।
লোকসভা নির্বাচনে বিজেপির সামনে মুখ থুবড়ে পড়েছিল জেএমএম-কংগ্রেস জোট। তবে ফের ঘুরে দাঁড়িয়ে বিধানসভা ভোটে বিজেপিকে ধরাশায়ী করলেন হেমন্ত। উল্লেখ্য, বাংলাদেশি অনুপ্রবেশ সহ দুর্নীতি ঝাড়খণ্ডে এবারের ভোটে একটি বড় ইস্যু ছিল বিজেপির তরফে। ঝাড়খণ্ডে কুড়মি ভোট পেতে আজুকে সঙ্গে নিয়েছিল বিজেপি। তবে সেই সমীকরণে কুড়মি ভোটারদের নিজেদের দিকে টানতে পারেনি পদ্ম শিবির।
এদিকে পশ্চিমবঙ্গেও বাম-বিজেপি কেউই নেই। ছয় কেন্দ্রে বিধানসভার উপনির্বাচনের ফল দেখে আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায়। সোশাল মিডিয়ায় দল তথা দলীয় প্রার্থীদের এই সাফল্যের জন্য তৃণমূলের সকলস্তরের নেতা ও কর্মীকে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী, যে মাদারিহাট নিয়ে এত দিন ধরে কাটাছেঁড়া চলেছে, সেই আসনটি পর্যন্ত বিজেপির কাছ থেকে প্রথমবারের মত ছিনিয়ে নিল তৃণমূল। অভিজ্ঞ মহল বলছে, ইদানীংকালে উত্তরবঙ্গে দলের ভিত শক্ত করতে তৃণমূল কংগ্রেস যেভাবে উঠে-পড়ে লেগেছে, সেই প্রচেষ্টায় বড় অক্সিজেন জোগাবে মাদারিহাট বিধানসভা উপনির্বাচনের এই জয়।
সবশেষে এই জয়ের জন্য দলের একেবারে তৃণমূলস্তরের কর্মী থেকে শুরু করে অঞ্চল, ব্লক ও জেলাস্তরের নেতাকর্মীদের ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
তবে মহারাষ্ট্রের বিধানসভা ভোটের ফলাফল বলছে, ২৮৮ আসনের বিধানসভায় বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ-র সহযোগী হিসাবে ৮১টি আসনে লড়ে ৫৬টিতে জিততে চলছে শিন্ডেসেনা। হারের নেপথ্যে ‘যড়যন্ত্র’ দেখছেন মহা বিকাশ আঘাড়ীর নেতারা। সঞ্জয় রাউত বলেছেন, ‘‘এই ফলাফলকে আমরা জনতার রায় বলে মানি না। কিছু একটা গোলমাল হয়েছে। এ রাজ্যের মানুষ তো অসৎ নয়।
কেরলের ওয়েনাড় লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে ৪ লক্ষ ১০ হাজারেরও বেশি ভোটে জিতেছেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। মাত্র ছ’মাস আগে ওই আসনে তাঁর দাদা রাহুল ওয়েনাড়ে জিতেছিলেন ৩ লক্ষ ৬৪ হাজার ভোটে। বাংলা ছাড়াও উত্তরপ্রদেশের ৯টি, পঞ্জাবের ৪টি, কেরল এবং উত্তরাখণ্ডের একটি করে বিধানসভা আসনেও উপনির্বাচন হয়। আজ সেই সব আসনের ফল প্রকাশ হয়েছে। অসমে ৫টি আসনের ৫টিতেই জয়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। বিহারে ৪টি আসনেই জয়ী বিজেপি-জেডিইউ জোট। কেরলে একটি আসনে জয়ী কংগ্রেস, একটি আসনে বামেরা। মেঘালয়ে তৃণমূল হেরেছে এনপিপির কাছে। রাজস্থানের ৬টি আসনের উপনির্বাচনে ৪টিতে জয়ী বিজেপি, একটিতে জয়ী কংগ্রস, একটি আসনে জয়ী ভরতীয় আদিবাসী পার্টি।
コメント