জেলায় জেলায় 'পদাতিক'- এর জয়যাত্রা
কলকাতা, ২৯ সেপ্টেম্বর: গত ২৪ সেপ্টেম্বর উত্তর কলকাতার মানিকতলা সংলগ্ন রায়া দেবনাথ মেমোরিয়াল হলে 'বেরঙিন কলম' পরিচালিত বার্ষিক পত্রিকা 'পদাতিক'- এর চতুর্থ সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হল। পত্রিকার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য।
এছাড়া উপস্থিত ছিলেন সাহিত্যিক রনিত ভৌমিক, মহর্ষি নন্দী ও অদ্বিতীয় সহ অন্যান্যরা। প্রায় তিনশত সাহিত্যিক-শিল্পীদের সংকলায়িত শিল্প-সাহিত্যকর্মে পরিপূর্ণতা পেয়েছে ১৪৩০ এর পদাতিক। এবছর পদাতিকে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া এবং দুই ২৪ পরগনা থেকে প্রায় কুড়িটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল। প্রায় ৩০ জনের সম্পাদক মন্ডলীর বিগত তিন মাস ধরে অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে ২৪ সেপ্টেম্বর প্রকাশ পেল পদাতিক।
Edited By
Swarnali Goswami
Comments