জিতবো আমরা, হারবে থ্যালাসেমিয়া : we are the common people
কলকাতা, ১১ মে: 'দাতা আনলে মিলবে রক্ত, বারবার এই ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় থ্যালাসেমিয়া রোগীদের, রক্ত সংকট যখন চরমে তখন ৮ ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে We are The Common People এর আহ্বানে এগিয়ে এলো উত্তর কলকাতার ছাত্র যুবরা।
যাদের রক্তের প্রয়োজন আছে তারা যাতে সময়মত সুলভে উৎকৃষ্ট রক্ত পান, তা সুনিশ্চিত করতে রক্তদানে সচেতনতা বাড়াতে সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে থ্যালাসেমিয়া বিরোধী আন্দোলনের অন্যতম পরিচিত সংগঠন সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের ব্যাবস্থাপনায় We are The Common People সহ বিভিন্ন সামাজিক সংগঠনের অংশগ্রহণে শ্যামবাজারের সেরাম হলে আয়োজিত হল এক রক্তদান শিবির। ১০০ এর বেশি রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন। We are The Common People এর তরফ থেকে সংগঠনের সংগঠক আকাশ ,শুভজিৎ, প্রেম, তাতাই, সৌম্যজিৎ প্রমুখ রক্তদান করেন,যাদের অনেকেই প্রথমবারের রক্তদাতা।
コメント