top of page

চলছে মেঘালয় ও নাগাল্যান্ড বিধানসভার ভোটগ্রহণ


কলকাতা, ২৭ ফেব্রুয়ারিঃ, আজ সোমবার মেঘালয় ও নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মেঘালয় এবং নাগাল্যান্ড দুটি রাজ্যেই ৫৯ টি করে আসনে ভোট চলছে। নাগাল্যান্ডের আকুলুতো বিধানসভা আসন থেকে বিজেপি প্রার্থী কাজেতো কিনিমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অপরদিকে মেঘালয়ের সোহিয়ং কেন্দ্রের এক প্রার্থীর মৃত্যুর কারনে সেখানে ভোট হচ্ছেনা।

এবারেই প্রথম মেঘালয়ে তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে।

নাগাল্যান্ডে সকালে একটি ভোটকেন্দ্রে বুথের ভেতরেই গুলি চলার অভিযোগ। এনপিপি সমর্থককে লক্ষ্য করে গুলি ছোঁড়েন এক এনপিএফ সমর্থক, এমনটাই অভিযোগ। ওই বুথে কিছুক্ষণ ভোটগ্রহণ স্থগিত থাকলেও ফের শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া।

আবার মেঘালয়ের একটি বুথেও চলল গুলি। কমিশন উদ্ধার করল ৩৩ কোটি টাকার মাদক এবং নগদ ৮ কোটি টাকা।

আগামী ২রা মার্চ মেঘালয়, নাগাল্যান্ড এবং ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে।

 
 
 

Bình luận

Đã xếp hạng 0/5 sao.
Chưa có xếp hạng

Thêm điểm xếp hạng

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page