কালীপুজোর রাতে ব্লু লাইনে ৮টি বিশেষ মেট্রো

কলকাতা, ২৯অক্টোবর, ২০২৪: কালীপুজোর রাতে শহরের ব্লু লাইনে চার জোড়া বিশেষ মেট্রো চলবে। ৩১ নভেম্বর এই বিশেষ পরিষেবা দেওয়া হবে। পুজোর দিনে ভিড় উপচে পড়ে কালীঘাট এবং দক্ষিণেশ্বরে। সেই ভিড়ের কথা মাথায় রেখেই রাত পর্যন্ত পরিষেবার ঘোষণা করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। রাত ১১টায় কবি সুভাষ থেকে শেষ মেট্রো চলবে। রাত ১০টা ৪৮-এ দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে।
মঙ্গলবার মেট্রো রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আপ ও ডাউন মিলিয়ে ৩১ অক্টোবর ৮টি বিশেষ মেট্রো চলবে। রাত ৯টা ৪০ থেকে রাত ১১টার মধ্যে ২০ মিনিট অন্তর মেট্রো চলবে। কালীপুজোর দিন আপ ও ডাউন মিলিয়ে ১৯৮টি ট্রেন চালানো হবে। প্রথম ট্রেন চলবে নির্দিষ্ট সময়েই। অন্যান্য দিন কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর— দু’দিক থেকেই শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ৪০ মিনিটে। কিন্তু কালীপুজোর দিন শেষ মেট্রো ছাড়ার সময় পরিবর্তন করা হল।
মেট্রো রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯টা ৪০ মিনিটের পর রাত ১১টা পর্যন্ত ২০ মিনিট অন্তর অন্তর ‘স্পেশ্যাল মেট্রো’ চলবে। কবি সুভাষ থেকে যে চারটি বিশেষ মেট্রো ছাড়বে, তার সূচি— রাত ১০টা, ১০টা ২০ মিনিট, ১০টা ৪০ মিনিট এবং ১১টা। অন্য দিকে, দক্ষিণেশ্বর থেকে ‘স্পেশ্যাল মেট্রো’ ছাড়বে রাত ৯টা ৪৮ মিনিট, ১০টা ০৮ মিনিট, ১০টা ২৮ মিনিট এবং ১০টা ৪৮ মিনিটে।
অপরদিকে কালীপুজোয় শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ, অর্থাৎ গ্রিন লাইনে অন্যান্য দিনের তুলনায় কম মেট্রো চলবে। গ্রিন লাইন ১ -এ ১০৬টির বদলে ৯০টি মেট্রো চলবে কালীপুজোর দিন। সল্টলেক-সেক্টর ফাইভ লাইনে প্রথম মেট্রোর সময়ের ক্ষেত্রে কোনও বদল নেই। শেষ মেট্রোও নির্দিষ্ট টাইম টেবিল মেনেই চলবে। পার্পল লাইন, অরেঞ্জ লাইন ও গ্রিন লাইন ২-এ সময়ের কোনও বদল হবে না। এছাড়াও মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, কোনও ভাবেই মেট্রোতে আতশবাজি বা দাহ্যপদার্থ বহন করা যাবে না।
Comentarios