top of page

কলকাতা ছাড়িয়ে গণইস্তফার আঁচ জেলাতেও, জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকলেন মুখ্যসচিব

Writer's picture: The ConveyorThe Conveyor


কলকাতা, ৯অক্টোবর ২০২৪: ‘গণইস্তফা’র আঁচ পৌঁছে গেল জেলাগুলিতেও। আরজি কর, কলকাতা মেডিক্যাল কলেজের পর এ বার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ‘গণইস্তফা’ দিলেন সিনিয়র চিকিৎসকেরা। প্রস্তুতি চলছে মেদিনীপুর মেডিক্যাল কলেজেও। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অন্তত ৫০ জন সিনিয়র চিকিৎসক ‘গণইস্তফা’ দিয়েছেন। এই সংখ্যাটি আরও বাড়তে পারে বলেও জানা গিয়েছে। এর আগে এদিন একই ভাবে ‘গণইস্তফা’ দিলেন কলকাতা মেডিক্যাল কলেজের ৭০ জন সিনিয়র। এছাড়াও ন্যাশনাল মেডিক্যাল থেকে ৩৪ জন সিনিয়র ডাক্তার বুধবার ‘গণইস্তফা পত্রে’ স্বাক্ষর করেছেন। একই পথে হাঁটতে চলেছে শহরের আরও কয়েকটি হাসপাতাল। আন্দোলন ছড়িয়ে পড়েছে বেসরকারি হাসপাতালেও।

অ্যাপোলো হাসপাতালের ডাক্তারেরা কর্মবিরতির সিদ্ধান্ত নিলেন। তাঁরা জানিয়েছেন, জুনিয়র ডাক্তারদের দাবি পূরণ না হলে আগামী সোমবার থেকে তাঁরা কর্মবিরতির পথে হাঁটবেন। জরুরি পরিষেবা ছাড়া বাকি সব ক্ষেত্রে এই কর্মবিরতি পালন করা হবে।

তবে জুনিয়র ডাক্তারদের ইমেল করে বুধবার বৈঠকে ডেকেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সল্টলেকের স্বাস্থ্য ভবনে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট থেকে রাজ্যের টাস্ক ফোর্সের সঙ্গে হবে বৈঠক। নেতৃত্ব দেবেন মুখ্যসচিব। জুনিয়র ডাক্তারদের ৮ থেকে ১০ জনের প্রতিনিধি দল যেতে পারবেন বলে ইমেলে জানিয়েছেন মুখ্যসচিব। মুখ্যসচিবের সেই ডাকে সাড়া দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। তাঁরা বৈঠকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অপরদিকে আজ বাধার পর বাধা, পেরিয়ে এগোচ্ছে 'অভয়া পরিক্রমা'। দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি জনপ্রিয় দুর্গাপুজো পরিক্রমা করার পরিকল্পনা আছে তাঁদের। এদিকে, জুনিয়র ডাক্তারদের অনশনকে সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিয়েছেন নাগরিক সমাজের একাংশ। বুধবার ৭৫ জন মানুষের সই করা সেই চিঠি ইমেল করা হয়েছে। সেই ৭৫ জনের মধ্যে চলচ্চিত্র, চিকিৎসা, শিক্ষা, আইন ক্ষেত্রের বিশিষ্টজনরা রয়েছেন।

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page