top of page

কনজারভেটিভকে গো হারান হারিয়ে ১৪ বছর পর ফের ব্রিটেনের গদিতে লেবার পার্টি

Writer: The ConveyorThe Conveyor



৫ জুলাই, ২০২৪: ১৪ বছর পর ফের ব্রিটেনের গদিতে লেবার পার্টি। প্রধানমন্ত্রী ঋষি সুনকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির (টোরি) দ্বিগুণ ভোট এবং তিন গুণ আসন নিয়ে ক্ষমতা দখল করতে চলেছে কিয়ের স্টার্মারের নেতৃত্বাধীন লেবার পার্টি। লেবার পার্টির জয় নিশ্চিত হতেই দলের নেতা স্যার কিয়ের স্টার্মার একটি ঝড়ো বিজয় ভাষণ দেন। হার স্বীকার করে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনক, বললেন দুঃখিত। তবে দল হারলেও নিজে জিতলেন সুনক।

প্রাথমিক ফলাফল সামনে আসতেই ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন স্টার্মার। তখন তিনি বলেছিলেন, 'ভোটাররা বুঝিয়ে দিয়েছেন যে তাঁরা পরিবর্তন চাইছেন। সব কিছুই ভোটারদের মাধ্যমে হয়। এই সমাজ থেকেই পরিবর্তনের সূচনা হবে।' উল্লেখ্য, ব্রিটিশ সংসদের নিম্নকক্ষ বা হাউজ অফ কমনসে মোট আসন সংখ্যা ৬৫০। এই আবহে সরকার গঠন করতে প্রয়োজন ন্যূনতম ৩২৬টি আসন। ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে যে, ৪০০ আসন পেরিয়ে ব্রিটেনে ফের ক্ষমতায় আসতে চলেছে লেবার পার্টি। দেড়শোর কোটা পার করতে না পেরে শোচনীয় পরাজয় হতে চলেছে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি (টোরি)-র।

লন্ডনের হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসন থেকে ১৮ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন স্টার্মার। নিজের জয় নিশ্চিত হতেই ভোটারদের ধন্যবাদ জানিয়ে স্টার্মার বলেন, “সব কিছুই আপনারা শুরু করেছিলেন। আপনারাই ভোট দিয়েছেন। এ বার আমাদের ফিরিয়ে দেওয়ার পালা।” অপরদিকে নিজের রিচমন্ড অ্যান্ড নর্থঅ্যালার্টন আসনে জিতেছেন ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনক। ২০ মাস আগেই প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে ঋষি সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন। তবে তাঁর কাজে ব্রিটিশ ভোটাররা সেভাবে সন্তুষ্ট নন বলেই উঠে এসেছিল বিভিন্ন সমীক্ষা এবং রিপোর্টে।

এবারের নির্বাচনে ব্রিটিনের রাজনীতিতে অতিডানপন্থীদের আবির্ভাব ঘটেছে। ভোটের নিরিখে নাইজেল ফারাজের নেতৃত্বাধীন কট্টরপন্থী দল রিফর্ম ইউকে দ্বিতীয় স্থানে থাকবে বলে দাবি করেছেন নাইজেল। এই আবহে আগামী কয়েক বছরে ব্রিটেন জুড়ে ডানপন্থী রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা করছেন নাইজেল।

留言

評等為 0(最高為 5 顆星)。
暫無評等

新增評等

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page