এয়ার ইন্ডিয়ায় চাকরি পেতে গিয়ে মুম্বইতে পদপিষ্ট হওয়ার জোগাড়
মুম্বই, ১৭ জুলাই, ২০২৪: এয়ার ইন্ডিয়ায় চাকরির জন্য গিয়েছিল চাকরিপ্রার্থীরা। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির অফার। কে ছাড়ে? যে এই বিজ্ঞপ্তি দেখেছে, সেই ছুটে এসেছে। কিন্তু সমস্যা হয়েছে এখানেই। শূন্যপদ সংখ্যা নিয়ে যদিও বিভিন্ন মিডিয়া বিভিন্ন মত পোষণ করছে। কেউ বলছে ৬০০, কেউ বলছে ১৮০০ তো কেউ আবার বলছে শূন্যপদের সংখ্যা ছিল ২২১৬। কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য হাজির হয়েছিলেন প্রচুর চাকরিপ্রার্থী! মুম্বই বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার সেন্টারে আবেদনকারীদের থিকথিকে ভিড়। ভিড় সামালাতে হিমশিম অবস্থা বিমান সংস্থার কর্মীদের। নেই কোনও লাইনের ব্যবস্থা। বিশৃঙ্খল ভাবেই ইন্টারভিউ সেন্টারের দিকে ছুটে যেতে দেখা যায় চাকরি প্রার্থীদের। পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।
এয়ার ইন্ডিয়ার ‘হ্যান্ডিম্যান’ পদে নিয়োগ চলছিল মঙ্গলবার। বিমানবন্দর থেকে বিমানে যাত্রীদের ব্যাগপত্র পৌঁছে দেওয়াই কাজ ‘হ্যান্ডিম্যান’দের। তাই কয়েকশো পদের জন্য কয়েক হাজার চাকরিপ্রার্থী হাজির হয়েছিলেন। চাকরি পাওয়ার জন্য ডিগ্রিধারীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এঁদের মধ্যে কেউ বিবিএ করছেন, কেউ স্নাতক, এমনকি স্নাতকোত্তর স্তরের আবেদনকারীরাও ছিলেন ওই ভিড়ের মধ্যে। অভিযোগ, খাবার কিংবা জল ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় চাকরিপ্রার্থীদের। অনেকে অসুস্থও হয়ে পড়েন।
নেট মাধ্য়মে ছড়িয়ে পড়েছে ভিডিয়ো। দেখা যাচ্ছে, হাজার হাজার চাকরি প্রার্থী ইন্টারভিউ সেন্টারের দিকে ছুটে যাচ্ছেন। এমনকি অনেকে তো আবার সরাসরি যানবাহনের মাথায় চড়ে কিংবা গাছের উপর চড়েও তাড়াতাড়ি ইন্টারভিউ সেন্টারে পৌঁছনোর চেষ্টা করেন। এভিয়েশন ইন্ডাস্ট্রি এমপ্লয়িজ গিল্ডের সাধারণ সম্পাদক জর্জ আব্রাম এয়ার ইন্ডিয়ার নিয়োগ প্রক্রিয়া অব্যবস্থা ও বিশৃঙ্খলার বিষয়টি স্বীকার করে নিয়েছেন।
Comments