top of page

এলিফ্যান্টা গুহা যাওয়ার সময় যাত্রীবাহী লঞ্চে ধাক্কা ভারতীয় নৌবাহিনীর স্পিডবোটের, মৃত ১৩, গুরুতর আহত ২




১৮ ডিসেম্বর, ২০২৪: মুম্বই উপকূলে যাত্রীবাহী ফেরিতে ধাক্কা ভারতীয় নৌবাহিনীর স্পিডবোটের। বুধবার বিকালে গেটওয়ে অফ ইন্ডিয়া সংলগ্ন ফেরিঘাট থেকে এলিফ্যান্টা গুহা যাওয়ার সময়ে দুর্ঘটনাটি ঘটেছে। মোট ৮৫ জন যাত্রী ছিলেন। পাঁচ জন লঞ্চের কর্মী এবং ৮০ জন যাত্রী। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস জানিয়েছেন, লঞ্চ দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন দশ জন সাধারণ নাগরিক এবং তিন জন নৌসেনার কর্মী। দু'জন গুরুতর আহত হয়েছেন। সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট পর্যন্ত যা খবর মিলেছে, তাতে ১০১ জনকে সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়েছে জানিয়েছেন ফড়ণবীস।

দুর্ঘটনাগ্রস্ত লঞ্চটির নাম ‘নীলকমল’। সেটি ডুবে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে ত্রাণ ও উদ্ধার তৎপরতা শুরু হয়ে যায়। স্থানীয় মৎসজীবীরা তাদের নৌকা নিয়ে ঝাঁপিয়ে পড়ে যাত্রীদের উদ্ধার করতে। কিছুক্ষণের মধ্যেই তাদের সঙ্গে যোগ দেয় ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। এ ছাড়াও ভারতীয় নৌবাহিনী, ইয়েলোগেট থানার পুলিশও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। প্রতিরক্ষা বাহিনীর এক আধিকারিক জানান, ইতিমধ্যে ভারতীয় নৌবাহিনীর ১১টি নৌকা, মেরিন পুলিশের ৩টি নৌকা, উপকূলরক্ষী বাহিনীর নৌকা তল্লাশি চালাচ্ছে ৷ পাশাপাশি ৪টি হেলিকপ্টারও আকাশপথে নজর রাখছে ৷ এছাড়া পুলিশ আধিকারিকরা, জওহরলাল নেহরু বন্দর কর্তৃপক্ষ এবং মৎস্যজীবীরাও উদ্ধারকার্য চালাচ্ছেন বলে জানিয়েছেন এক প্রতিরক্ষা আধিকারিক ৷

মুম্বই শহরের অদূরেই আরব সাগরের বুকে এলিফ্যান্টা দ্বীপে রয়েছে পাহাড় কেটে তৈরি করা গুহা। এলিফ্যান্টা গুহা যাওয়ার জন্য লঞ্চ পরিষেবা পাওয়া যায় মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে থেকে। সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকেরাও এই লঞ্চগুলি ব্যবহার করেন। প্রত্নতাত্ত্বিক গুরুত্বের জন্য এটি মুম্বইয়ের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল।

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page