top of page

একটি আবেগে ভরপুর বাংলা সিরিজ পাশবালিশ- এর ট্রেলার রিলিজ করল ZEE5

Writer's picture: The ConveyorThe Conveyor



ঈশা সাহা, সৌরভ দাস ও সুহাত্র মুখার্জি অভিনীত এবং করক মুর্মু পরিচালিত বাংলা রোমান্টিক থ্রিলার সিরিজ পাশবালিশ, শুরু হচ্ছে ১০ মে থেকে


দিল্লি, ২২এপ্রিল ২০২৪: ভারতের বৃহত্তম হোম-গ্রোন ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ৫ আজ বাংলা রোমান্টিক থ্রিলার পাশবালিশ-এর ট্রেলার লঞ্চ করল। মহাবাহু মোশন পিকচার্সের প্রযোজনায় এই সিরিজে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন সুহাত্র মুখার্জি, ঈশা সাহা ও সৌরভ দাস যেটি রিলিজ হবে ১০মে। পাশবালিশ হল ভালোবাসা, আবেগ ও প্রতিশোধের চমৎকার মিশেল। এই সিরিজের কাহিনি বাবলা ও মাম্পির যাত্রার বিষয়ে কথা বলে, যারা বাল্যবন্ধু বাংলাদেশে আলাদা হয়ে গিয়েছিল। পনেরো বছর পর, প্রশ্ন উঠে আসে: ভাগ্য কি তাদের ফের একত্রিত করবে নাকি তাদের পুনর্মিলন তাদের জীবন চিরতরে বদলে দেবে?





পাশবালিশ-এর কেন্দ্রে নিহিত গল্পে নিপুণ বুননে এগিয়েছে বাবলা (সুহাত্র মুখার্জি), মাম্পি (ঈশা সাহা), স্বদেশ (সৌরভ দাস) ও অধিরাজের (ঋষি কৌশিক) ভাগ্য। গল্প যত এগিয়ে যায়, দর্শকরা এমন এক পৃথিবীতে উপনীত হন যেখানে অতীত ও বর্তমানের সংঘর্ষ ঘটে, একটি ন্যারেটিভ তৈরি হয় গভীর আবেগ ও চরম রহস্যের। ট্রেলারে দেখা যায় মানুষ চান্দুর গানের জন্য চিৎকার করছে এবং এমনভাবে বিষয়টি আসে যাতে উপস্থাপিত হয় তার দৃঢ়প্রতিজ্ঞা, যা একইসঙ্গে ইঙ্গিত দেয় আবেগমথিত পুনর্মিলন ও গূঢ় উদ্দেশ্যের। পাশবালিশ আমাদের একটি দুর্দান্ত যাত্রার কাহিনী গাথা দেখায় যেখানে ভাগ্যের সংঘর্ষ হয় অপ্রত্যাশিত ও নাটকীয় পথে, মিশেল তৈরি হয় ভালোবাসা, প্রতারণা ও পুনঃসংযোগের একটি গল্পের।

পরিচালক করক মুর্মু বলেন, ‘পাশবালিশ হল ভালোবাসা, নৈকট্যর গল্প যাতে মিশে আছে চিরকালীন রোমান্স, সাসপেন্স ও নির্ভেজাল আবেগের ছোঁয়া যা তৈরি করেছে গভীরতা ও ভালোবাসার একটি গল্প। ঈশা, সৌরভ ও সুহাত্রর মতো প্রতিভাবান শিল্পীদের অভিনয় যথেষ্ট সাবলীল, এবং আমি উদগ্রীব হয়ে আশা করছি সেই মুহূর্তের জন্য যখন দর্শকরা এই ছবির গল্পে নিজেদের ডুবিয়ে রাখবে সেই পৃথিবীতে, যা আমরা তৈরি করেছি। ZEE5-এর প্রচুর রিচ, বিশেষ আঞ্চলিক বাজারে আমাদের দুর্দান্ত একটি প্ল্যাটফর্ম দিয়েছে যাতে বিশ্বব্যাপী দর্শকদের সঙ্গে যোগাযোগ করা যায়। আমি সত্যিই আশা করি যে এই বাংলা সিরিজ বিভিন্ন প্রেক্ষাপট থেকে আসা বাঙালি দর্শকদের আকৃষ্ট করবে, সীমান্তের দুই প্রান্তের দর্শকদেরই হৃদয় উদ্বেল করবে। দুরন্ত কাহিনিরেখা এবং অসাধারণ মোচড়ে পাশবালিশ প্রতিশ্রুতি দিচ্ছে অভূতপূর্ব একটি যাত্রার যা শেষ মুহূর্ত পর্যন্ত দর্শকদের আটকে রাখবে।’






আঁচলের চরিত্রে অভিনয়কারী ঈশা সাহা তাঁর যাত্রা নিয়ে বলেছেন, ‘আঁচলের চরিত্রে অভিনয় করা এক দুর্দান্ত অভিজ্ঞতা। আমি ওর বহুমুখী ব্যক্তিত্বে অনুপ্রাণিত হয়েছি, সাহস, সংবেদনশীলতা ও স্বাধীন স্পিরিট নিয়ে এগিয়েছি। মহাদেবের প্রতি আঁচলের নিঃশর্ত ভালোবাসা ও সমর্থন, মহাদেবকে করেছে তাঁর পিতৃপ্রতিম ব্যক্তিত্ব। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতায় ভালো ফল করা আঁচল তাঁর জন্মগ্রামে ফিরে গেছে মানুষের জন্য কাজ করতে। দর্শকদের দিকে রোমাঞ্চ নিয়ে তাকিয়ে আছি যে তাঁরা কখন আঁচলের কাহিনি দেখবেন ZEE5-এ। যেখানে তাঁর সাহস ও প্রতিজ্ঞাবদ্ধতার কাহিনির সঙ্গে দর্শকরা একাত্ম বোধ করবেন।’

চান্দুর ভূমিকায় অভিনয়কারী সুহাত্র মুখার্জি বলেছেন, ‘এই দুর্দান্ত কাহিনিতে চান্দু ও বাবলার চরিত্রে অভিনয় করাটা ছিল ভালোবাসা, আনুগত্য ও মানব সম্পর্কের জটিলতা উদ্ভাবনের যাত্রা। এই চরিত্র দর্শকদের নিয়ে যায় এক আবেগের রোলারকোস্টারে, আলাদা হওয়া, পুনর্মিলন, অবিচ্ছেদ্য বন্ধন যা আমাদের বিশেষ কোনও সম্পর্কের বিষয়ে ভাবায়। এই ন্যারেটিভের অংশ হতে পেরে আমি সম্মানিত, যা সীমান্ত পেরিয়ে মানুষকে একত্রিত করে এবং মানুব অভিজ্ঞতার সংশ্লেষণ ঘটায়। এই অবিস্মরণীয় অভিযানে আমার সঙ্গে যোগ দিন।’





স্বদেশের ভূমিকায় অভিনয়কারী সৌরভ দাস তাঁর অভিজ্ঞতা বর্ণনা করে বলেছেন, ‘স্বদেশ এমন এক চরিত্র যা আমার হৃদয়ের খুব কাছে এবং আমি সৌভাগ্যবান যে ওর ভালোবাসার যাত্রা ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছি। কারণ সে প্রতিশোধ এবং বহুমুখিতায় অন্ধ। পাহাড়বংশী ক্ল্যানের নেতা হিসেবে সে বিপ্লবে নেতৃত্ব দেয়, অশুভকে শেষ করায় বিশ্বাস করে। চমৎকার ও বহুমুখী চরিত্রে অভিনয় আমি খুব উপভোগ করেছি, আশা করি দর্শকরাও এই শো দেখে উপভোগ করবেন।’

পাশবালিশ টিউন-ইন করতে ভুলবেন না, শুরু হচ্ছে ১০ মে, একমাত্র ZEE5-এ!





ZEE5 সম্পর্কে:

ZEE5 হল ভারতের বৃহত্তম হোমগ্রোন ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং লক্ষ লক্ষ বিনোদন প্রত্যাশীর জন্য বহুভাষিক গল্পকথক। ZEE5 এসেছে গ্লোবাল কনটেন্ট পাওয়ার হাউস জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেড (ZEEL) থেকে। উপভোক্তাদের পছন্দের জন্য তর্ক-অযোগ্য ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম, এটি অফার করে সম্প্রসারিত ও বৈচিত্র্যময় কনটেন্টের লাইব্রেরি, যেখানে রয়েছে ৩,৪০০- এর বেশি ফিল্ম, ২০০+ টিভি শো, ১৭০+ ওরিজিন্যাল ও ৫ লক্ষ ঘণ্টারও বেশি অন-ডিমান্ড কনটেন্ট। কনটেন্ট রয়েছে ১২টি ভাষায় (ইংরেজি, হিন্দি, বাংলা, মালয়ালাম, তামিল, তেলুগু, কন্নড়, মারাঠি, ওড়িয়া, ভোজপুরী, গুজরাটি ও পাঞ্জাবি), যার অন্তর্ভুক্ত শ্রেষ্ঠ ওরিজিন্যাল, ভারতীয় ও আন্তর্জাতিক মুভি, টিভি শো, মিউজিক, কিডস শো, এডটেক, সিনেপ্লে, নিউজ, লাইভ টিভি এবং হেলথ ও লাইফস্টাইল। একটি শক্তিশালী গভীর-প্রযুক্তি সেট-আপ, গ্লোবাল টেক সংস্থাগুলির সঙ্গে এর পার্টনারশিপ ZEE5-কে সক্ষম করছে একটি বিঘ্নহীন ও হাইপার-পার্সোনালাইজড ১২টি আঞ্চলিক ভাষায় বিভিন্ন ধরনের ডিভাইস, ইকোসিস্টেম ও অপারেটিং সিস্টেম কনটেন্ট দেখার অভিজ্ঞতা দিতে।





Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page