উচ্চ মাধ্যমিক প্রথম পর্বের ফলঘোষণা, ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি
- The Conveyor
- Oct 31
- 2 min read

কলকাতা, ৩১ অক্টোবর ২০২৫: উচ্চ মাধ্যমিক প্রথম পর্বের ফলঘোষণা হল শুক্রবার। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এ দিন ফলঘোষণা করেন। মোট ৬,৬০২৬০ জন পরীক্ষার্থীর বসার কথা ছিল এই পরীক্ষায়। কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষা দিয়েছে ৬৪৫৮৩২ জন। পাশের হার ৯৩.৭২ শতাংশ, ২০১১-র পর যা সর্বাধিক বলেই জানাচ্ছে সংসদ। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি ছিল। বিজ্ঞান বিভাগে ১১১৬২৭, কমার্স এ, ৩৭৮০০, কলা বিভাগে ৪৯৬৪০৫ ছিল। ৯৩. ৭২ পার্সেন্টে পাস করেছে তৃতীয় সেমিস্টার এ। ছাত্রদের পাশের হার ৯৩. ৮১, ছাত্রীদের ৯৩. ৬৫ পাশের হার। সারা দেশের মধ্যে প্রথম এ রাজ্যেই দ্বাদশ শ্রেণির পরীক্ষা হল সেমেস্টার পদ্ধতিতে।
উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের মেধাতালিকায় মোট ৬৯ জন আছেন। তাঁদের মধ্যে ৫৫ জনই রামকৃষ্ণ মিশনের পড়ুয়া। উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারে নজরকাড়া ফলাফল পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্রদের। রাজ্যে যুগ্ম ভাবে প্রথম স্থান অধিকার করেছে এই শিক্ষা প্রতিষ্ঠানের দুই ছাত্র প্রীতম বল্লভ এবং আদিত্যনারায়ণ জানা। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পরিসংখ্যান অনুযায়ী, ৫৫ জনের ৩১ জন হলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়া। আর ২৪ জন হলেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র। জেলাভিত্তিক মেধাতালিকার নিরিখে শীর্ষে আছে দক্ষিণ ২৪ পরগনা। আর তার নেপথ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। এমনিতে প্রতিবারেই উচ্চমাধ্যমিকে রাজ্যের বিভিন্ন প্রান্তের রামকৃষ্ণ মিশনের পড়ুয়াদের ফলাফল ভালো হয়। কিন্তু এবারের মতো মেধাতালিকায় রামকৃষ্ণ মিশনের আধিপত্য শেষ কবে দেখা গিয়েছে, তা মনে করতে পারছেন না অভিজ্ঞ শিক্ষকরাও। সংসদ সভাপতি জানিয়েছেন, এমনিতেই রামকৃষ্ণ মিশনে পড়াশোনার মান ভালো হয়। তাছাড়াও এবার উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের প্রশ্নপত্র করা হয়েছিল সর্বভারতীয় প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষার (জেইই মেন, নিটের মতো পরীক্ষা) ধাঁচে। আর রামকৃষ্ণ মিশনে যেহেতু জেইই মেন, নিটের মতো সর্বভারতীয় পরীক্ষার জন্য ভালোভাবে পড়ুয়াদের তৈরি করা হয়, তাই সেখানকার পড়ুয়ারা খুব ভালো ফল করেছেন।
তবে চতুর্থ সেমেস্টারের প্রশ্নপত্রের ধাঁচ আলাদা হবে। সেখানে বড় বা ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে। ফলে ২০২৬ সালের উচ্চমাধ্যমিকের চূড়ান্ত যে মেধাতালিকা হবে, সেটার হেরফের হতে পারে। উল্লেখ্য, এখন যে মেধাতালিকা প্রকাশ করা হয়েছে, সেটা শুধুমাত্র তৃতীয় সেমেস্টারের। আগামী ফেব্রুয়ারিতে চতুর্থ সেমেস্টারের পরীক্ষা হবে। তৃতীয় সেমেস্টার, চতুর্থ সেমেস্টার এবং প্রজেক্টের নম্বর মিলিয়ে নির্ধারণ করা হবে উচ্চমাধ্যমিকের চূড়ান্ত নম্বর। আর তখন ২০২৬ সালের উচ্চমাধ্যমিকের চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে।










Comments