top of page

উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শূন্যপদে হাই কোর্টের নির্দেশ অনুযায়ীই নিয়োগ হবে




২৫ অক্টোবর, ২০২৪: কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ীই নিয়োগ হবে। উচ্চ প্রাথমিক মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শূন্যপদে নিয়োগের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে মামলা করা হয়েছিল, তা খারিজ করে দিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ।

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট ডিভিশন বেঞ্চের ১৪০৫২ চাকরি সুনিশ্চিত করার নির্দেশ মোতাবেক স্কুল সার্ভিস কমিশন ২৫ সেপ্টেম্বর মেধা তালিকা প্রকাশ করে। তারপরে ৩ অক্টোবর Counselling & Recommendation প্রদান শুরু হয়। ৮ অক্টোবর প্ৰথম এক প্রার্থী স্কুলে জয়েনও করেছিল। শীর্ষ আদালতে মামলা দায়ের হওয়ায় আবার প্রক্রিয়া থমকে যায়।

ওই নির্দেশ সংরক্ষণ নীতির বিরোধী, এই দাবি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন রাজীব ব্রহ্ম-সহ কয়েক জন চাকরিপ্রার্থী। ফলে ওই নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে জট তৈরি হয়েছিল। এমনকি, সেখানে মহিলাদের সংরক্ষণ নিয়েও ত্রুটি ছিল বলে আদালতে জানান মামলাকারীদের আইনজীবী। ওএমআর শিটেও গোলমালের আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে জট কাটল। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, ১৪ হাজার শূন্যপদে কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী নিয়োগ হবে। নিয়োগপত্র দিতে বাধা নেই। নিয়োগ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না।

Comentários

Avaliado com 0 de 5 estrelas.
Ainda sem avaliações

Adicione uma avaliação

Top Stories

bottom of page