top of page

ইতিহাস গড়ে ভারতের পুরুষ এবং মহিলা দল চেস অলিম্পিয়াডে সোনা জিতল

Writer: The ConveyorThe Conveyor



২৩ সেপ্টেম্বর, ২০২৪: ৪৫ তম চেস অলিম্পিয়াডে বুদাপেস্টে রেকর্ড গড়ল ভারত। সোনা জিতলেন ভারতের পুরুষ এবং মহিলা দল। চেস দুনিয়ায় তৃতীয় দেশ হিসেবে এই কৃতিত্ব অর্জন করল দেশ। এবারই প্রথমবার চেস অলিম্পিয়াডে সোনা জিতল ভারত। এর আগে এই টুর্নামেন্টে ভারতের সবচেয়ে ভাল ফল ছিল দুটি ব্রোঞ্জ, ২০১৪ ও ২০২২ এ এই পদক জিতেছিল ভারত।

দুই বছর আগে, চেন্নাইয়ের কাছে মামাল্লাপুরমে অলিম্পিয়াড অনুষ্ঠিত হলে ভারত ওপেন এবং মহিলাদের উভয় বিভাগেই ব্রোঞ্জ জিতেছিল। ওপেন বিভাগে, এটি ভারতের দ্বিতীয় দল যারা পদক জিতেছিল। রবিবার স্লোভেনিয়ার বিরুদ্ধে শেষ রাউন্ডের আগে ভারতের পয়েন্ট ছিল ১০ রাউন্ডে ১৯। দ্বিতীয় স্থানে ১৭ পয়েন্ট নিয়ে ছিল চিন। শেষ রাউন্ডে আমেরিকার বিরুদ্ধে দু’টি খেলায় পয়েন্ট নষ্ট করে চিন। তখনই ভারতের সোনা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে ভারতের গুকেশ, অর্জুন এরিগাইসি ও প্রজ্ঞানন্দও নিজেদের ম্যাচ জেতেন। অপরদিকে মহিলা দলে ১০ নম্বর রাউন্ডে চিনকে হারিয়ে সোনার হাতছানি ছিলই। ডি হরিকা, দিব্যা দেশমুখ ও বন্তিকা আগরওয়াল নিজেদের ম্যাচ জেতেন। ড্র করেন প্রজ্ঞানন্দের দিদি বৈশালী। চ্যাম্পিয়ন হয় ভারত।

জয়ের পর ভারতীয় দলের সেলিব্রেশন মনে করিয়ে দিল ২০২৪ টি-২০ বিশ্বকাপ এবং রোহিত শর্মার কথা। ‘রোবোটিক’ স্টাইলে হেঁটে সতীর্থদের সঙ্গে রোহিতের জয় সেলিব্রেশনের ভিডিয়ো ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। ঠিক সেই একই কায়দায় নিজেদের সোনা জয়ের পর সেলিব্রেশনে মাতলেন ভারতের পুরুষ এবং মহিলা চেস দল।

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page