top of page

আশঙ্কা সত্যি করে জামিন হয়ে গেল সন্দীপ ও অভিজিতের, অভিজিৎ বাইরে বেরোলেও সন্দীপকে থাকতে হবে জেলেই

Writer's picture: The ConveyorThe Conveyor

কলকাতা, ১৩ ডিসেম্বর, ২০২৪: আশঙ্কা সত্যি করেই সময়ে সিবিআই চার্জশিট দিতে পারল না। জামিন হয়ে গেল আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের। তবে অপর মামলায় অর্থাৎ আরজি করে দুর্নীতির মামলায় জামিন পাননি সন্দীপ ঘোষ। শিয়ালদা কোর্টে কেবলমাত্র ধর্ষণ-খুনের প্রমাণ লোপাটের অভিযোগের মামলা ছিল। সেখানেই জামিন পেলেন তাঁরা। সিবিআইের তরফে বলা হয়েছিল সাপ্লিমেন্টারি চার্জশিট তারা আজই জমা দিতে পারছেন না। এর পরই ২ ০০০ টাকা বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। তবে জামিন পেলেও এখনই জেল থেকে বের হতে পারবেন না সন্দীপ ঘোষ।

বিশেষত সন্দীপ ঘোষের জামিন মেলার খবর ছড়িয়ে পড়তেই হতাশা ছড়িয়ে পড়ে জুনিয়র ডাক্তারদের অন্দরে। এক জুনিয়র ডাক্তার বলেন, পরীক্ষার জন্য আমাদের কিছুটা অফ আছে। এই আন্দোলনটা আমরা অবশ্যই চালিয়ে নিয়ে যাব। বরং আরও বড় করে আন্দোলনের বার্তা দিলেন জুনিয়র ডাক্তারেরা। এতদিন যারা আরজি করের ঘটনায় আন্দোলনে নেমেছিলেন হতাশ তাঁরাও। আরজি কর ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল জামিন পাওয়ায় তাঁরা হতাশ, জানালেন নির্যাতিতার মা ও। চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টর্স ফোরাম জানিয়েছে, শনিবারই সিবিআই দফতর ঘেরাও করবে তারা।

উল্লেখ্য, শুক্রবার সন্দীপ এবং অভিজিতের গ্রেফতারির ৯০ দিনের মাথায় সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। কিন্তু তারা চার্জশিট দিচ্ছে না। তাই আদালতকে আইন মেনে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে বলেন সিবিআইয়ের আইনজীবী। এর পরেই সিবিআই আদালতের বিচারক জামিন দেন সন্দীপ এবং অভিজিৎকে। তবে সিবিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, তদন্ত এখনও চলছে। জামিন হয়ে গিয়েছে বলে তদন্ত শেষ, এমনটা নয়। দ্রুত গতিতে তদন্ত চলছে। তদন্ত সম্পূর্ণ হলে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে।

জামিন পেলেও এখনই জেল থেকে বেরোতে পারবেন না সন্দীপ। আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁকে আগেই গ্রেফতার করেছিল সিবিআই। ওই মামলায় এখনও জামিন পাননি তিনি। অভিজিতের বিরুদ্ধে অবশ্য অন্য কোনও মামলা নেই। তাই তিনি জেল থেকে বার হতে পারবেন। তবে যখন থানায় ডাকা হবে, তখনই হাজিরা দিতে হবে তাঁকে।

Commentaires

Noté 0 étoile sur 5.
Pas encore de note

Ajouter une note

Top Stories

bottom of page