আরও বাড়বে তাপমাত্রা, আশঙ্কা তাপপ্রবাহের
- The Conveyor
- Apr 10, 2023
- 1 min read

কলকাতা, ১০ এপ্রিল: বাংলা বর্ষবরণে তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহবিদরা৷ নতুন বছরের শুরুতে কলকাতাতেও তাপপ্রবাহের পরিস্থিতি। ৪০ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা, আশঙ্কা আবহাওয়া দফতরের। সোমবার থেকে ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
শুক্রবার থেকে রবিবার তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। লু বইবার আশঙ্কাও এড়ানো যাচ্ছে না। তবে দক্ষিণবঙ্গের দু-এক জেলায় সম্ভাবনা ছিটে-ফোঁটা বৃষ্টি হতে পারে। শুক্র-শনিবার নাগাদ ৪০ সেলসিয়াস ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা। গতকাল দমদম, ব্যারাকপুর এবং সল্টলেক অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ও ৩৮ ডিগ্রি সেলিসয়াসের মধ্যে ছিল। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির দেখা না মিললেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বৃদ্ধি পাবে।
Comments