আজ সন্ধ্যা ৬ টায় আইপিএল-২০২৩ মেগা ওপেনিং সেরিমনি
কলকাতা,৩১ মার্চ: ৩১ মার্চ ভারতীয় সময় সন্ধ্যা ৬ টা-র সময়ে হবে আইপিএল-২০২৩ মেগা ওপেনিং সেরিমনি৷ ফের আইপিএল একেবারে চেনা ফর্ম্যাটে অর্থাৎ হোম-অ্যাওয়ে ম্যাচের ফর্মাটে খেলা হবে। ১২ টি ভ্যেনুতে ৫২ দিন ধরে ৭০ টি লিগ পর্বের ম্যাচ খেলা হবে৷
তবে এবারের উদ্বোধনী অনুষ্ঠানে সবচেয়ে বড় চমক হতে চলেছে অরিজিৎ সিং-এর পারফরম্যান্স। এছাড়াও থাকছেন তামান্না ভাটিয়া ও রশ্মিকা মান্দানা৷ এছাড়াও গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পারফর্ম করবেন টাইগার শ্রফ ও ক্যাটরিনা কাইফ৷ জিও সিনেমার ওটিটি অ্যাপে একেবারে ফ্রিতে এই অনুষ্ট্যান দেখতে পারবেন দর্শকরা। পাশাপাশি স্টার স্পোর্টসের নানা চ্যানেলেও এই অনুষ্ঠান লাইভ দেখতে পাওয়া যাবে সন্ধ্যা ৬ টা থেকে।
তবে উদ্বোধনী ম্যাচ শুরুর আগে অহমেদাবাদের আবহাওয়া ক্রমশ খারাপ হতে শুরু করেছে। ম্যাচ শুরুর আগের দিন তো গোটা শহর জুড়েই ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। সঙ্গে উপরি ছিল বজ্রবিদ্যুৎও। ইতিমধ্যেই প্র্যাকটিস সেশন বাতিল করতে হয়েছে। যদিও অ্যাকুওয়েদার থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বললেই চলে।
Comments