top of page

আজ এবং আগামীকাল ভিজবে দক্ষিণবঙ্গ


কলকাতা, ২৪ এপ্রিল: রাজ্যজুড়ে আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের প্রায় সব জেলাতেই, এমনই পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবারও পূর্বাভাস রয়েছে৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস জানাচ্ছে, সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। তৈরি হচ্ছে ঝড়বৃষ্টির পরিস্থিতি। মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। ২৬ এপ্রিল অবশ্য বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে।

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

bottom of page