top of page

আচমকা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের ইস্তফা- দিল্লির রাজনীতির অলিন্দ সরগরম সেই চর্চায়

ree


২২ জুলাই, ২০২৫: বাদল অধিবেশনের প্রথম দিনেই অপ্রত্যাশিত ভাবে সোমবার রাতেই ইস্তফা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের। শারীরিক কারণে এই সিদ্ধান্ত বলে ইস্তফাপত্রে জানিয়েছেন ধনখড়। তাঁর পদত্যাগপত্র মঙ্গলবার গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর সুস্থতা কামনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ বার্তা। কিন্তু প্রশ্ন উঠছে রাজনৈতিক মহল সহ অন্যান্য ক্ষেত্রেও। প্রশ্ন উঠছে ইস্তফার সময় নিয়েও। আচমকা ইস্তফার বিষয়টি খটকা তৈরি করেছে সকলের মনেই। প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তাঁর মতে, ‘ধনখড়ের ইস্তফার পিছনে গূঢ় কোনও কারণ রয়েছে।’

কেন আচমকা ইস্তফা দিলেন জগদীপ ধনখড়? রাজধানী দিল্লির রাজনীতির অলিন্দ আপাতত সরগরম সেই চর্চায়। রাজ্যসভার একাধিক সাংসদের দাবি, সোমবার বিকালেও তাঁরা ফুরফুরে মেজাজেই দেখেছিলেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানকে। মঙ্গলবারের অধিবেশন নিয়ে কথাবার্তাও বলেছিলেন কারও কারও সঙ্গে। কিন্তু সেই তিনিই সন্ধ্যায় অসুস্থতার কথা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন। জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতির পাশাপাশি রাজ্যসভার চেয়ারম্যানও ছিলেন। এখন তার পদত্যাগের ফলে এই দুটি পদই শূন্য হয়ে গেল।

স্বরাষ্ট্র মন্ত্রক সংবিধানের ৬৭এ ধারার অধীনে তাৎক্ষণিকভাবে ধনখড়ের পদত্যাগপত্র পৌঁছে দিয়েছে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে ধনখড় জানিয়েছেন, স্বাস্থ্যের কারণে চিকিৎসকদের পরামর্শেই উপরাষ্ট্রপতি পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন। একই সঙ্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদের ধন্যবাদ জ্ঞাপন করেন ধনখড়।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিজেপি সরকারের বিরাগভাজন হওয়াতেই চাপের মুখে পদত্যাগ ধনখড়ের। বিচারপতি যশবন্ত ভার্মাকে অপসারণের জন্য বিরোধীদের সমর্থিত নোটিস গ্রহণ করেন ধনখড়। উপরাষ্ট্রপতি ধনখড় বিরোধীদের নোটিস গ্রহণ করে সংসদের মহাসচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। এই পদক্ষেপেই ক্ষুন্ন হন ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব। ফোনে তা ধনখড়কে জানানো হলে অসন্তুষ্ট হন তিনি। অপর একটি রিপোর্ট দাবি করছে, রাজ্যসভার চেয়ারপার্সন হিসেবে বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠক ডেকেছিলেন ধনকড়। সেখানে অনুপস্থিত ছিলেন জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। তাতেই অপমানিত বোধ করেন তিনি বলে খবর। এর পরেই পদত্যাগের সিদ্ধান্ত নেন ধনখড় বলে দাবি। বস্তুত, সোমবার সন্ধ্যায় যে ভাবে ধনখড়ের ইস্তফাপত্রটি ‘ফাঁস’ হয়ে গিয়েছিল, তা-ও একটি ‘সঙ্কেত’ বলেই মনে করছেন অনেকে। সর্বসমক্ষে উপরাষ্ট্রপতির ইস্তফার বিষয়টি জানাজানি হয়ে গেলে ফেরার রাস্তা একপ্রকার বন্ধই হয়ে যায়।

এছাড়াও তামিলনাড়ু সরকারের তরফে করা একটি মামলাতে সুপ্রিম কোর্ট বলেছিল, রাজ্যপালের এক্তিয়ার নেই বিল আটকে রাখার। শুধু তা-ই নয়, আরও এক ধাপ এগিয়ে দেশের শীর্ষ আদালত রাজ্যপাল তো বটেই, স্বয়ং রাষ্ট্রপতিকেও বিলে সই করার সময় বেঁধে দিয়েছিল। শীর্ষ আদালতের সেই নির্দেশের প্রকাশ্যে সমালোচনা করেছিলেন পেশায় আইনজীবী ধনখড়। রাজ্যসভার নতুন সাংসদদের একটি কর্মশালায় ধনখড় গত এপ্রিল মাসে বলেছিলেন, ‘‘সুপ্রিম কোর্ট নিজেকে সুপার পার্লামেন্ট মনে করছে। এটা অনভিপ্রেত।’’ সূত্রের খবর, উপরাষ্ট্রপতির ওই প্রকাশ্য মন্তব্যের পরে কেন্দ্রের তরফে তাঁকে বার্তা দেওয়া হয়েছিল, তিনি যেন বিচারব্যবস্থা সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত থাকেন। ধনখড় পাল্টা বার্তা দিয়েছিলেন, আইনের বিষয়ে তাঁর সম্যক ধারণা রয়েছে। কাজেই তিনি যা উচিত তাই বলেছেন। সেই অনভিপ্রেত বিষয়টি চরমে পৌঁছোয় দিল্লি হাই কোর্টের বিচারপতি বর্মার অপসারণ (ইমপিচমেন্ট) ঘিরে। সাধারণ ভাবে ধারণা, কেন্দ্রের সঙ্গে ধনখড়ের দূরত্ব আগেই তৈরি হয়ে গিয়েছিল। সোমবার শেষ সুতোটুকুও ছিঁড়ে গেল।

তবে বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। গত মার্চ মাসে ৭৩ বছরের ধনখড়কে বুকে ব্যথা নিয়ে দিল্লির এইমসে ভর্তি করানো হয়। শুধু তাই নয়, গত মাসে কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আচমকা অচৈতন্য হয়ে পড়েছিলেন তিনি। জানা গিয়েছে, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের অনুপস্থিতিতে সংবিধান অনুযায়ী সংসদে তাঁর দায়িত্ব পালন করবেন ডেপুটি চেয়ারপার্সন। রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন পদে বর্তমানে রয়েছেন হরিবংশ নারায়ণ সিং, যিনি ২০২২ সালের অগস্টে নিযুক্ত হন। ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি অস্থায়ীভাবে এই ভূমিকা পালন করবেন। সংবিধান অনুযায়ী পদশূন্য হওয়ার দিন থেকে ছ’মাসের মধ্যে নির্বাচন করতে হয়। অর্থাৎ ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বরের আগে হতে হবে নির্বাচন। দেখা যাক পরবর্তী উপরাষ্ট্রপতি হিসেবে আমরা কাকে দেখতে পাই।

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page