আগামী ৪ মার্চ কলকাতায় আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি: রাজ্য নির্বাচন কমিশনকে অশান্ত সন্দেশখালির উপর নজর রাখতে নির্দেশ দিয়েছে দিল্লি। আগামী ৪ মার্চ কলকাতায় আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। কমিশন সূত্রে জানা গিয়েছে, তার আগে আগামী ২৮ ফেব্রুয়ারি কলকাতা ও দুই ২৪ পরগনার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বিশেষ বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আবফতাব।
নির্দেশমতো সন্দেশখালি নিয়ে প্রতিদিনের রিপোর্ট পাঠাচ্ছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক। এবারে নবান্নের পুলিশ ডিরেক্টরেটে লোকসভা নির্বাচনের জন্য পুলিশের বিশেষ নির্বাচনী সেল খোলা হচ্ছে। এছাড়াও রাজ্যের স্পর্শকাতর বুথ ও এলাকার তালিকা চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ২০১৯ সালের তুলনায় স্পর্শকাতর বুথ ও স্পর্শকাতর অঞ্চলের সংখ্যা বেড়েছে কিনা। তারও রিপোর্ট চায় নির্বাচন কমিশন।
এদিকে আজ সন্দেশখালিতে বিজেপির মহিলা প্রতিনিধি দলকে ঢুকতে বাধা দিল পুলিশ। দলীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে যাওয়া সেই প্রতিনিধি দলকে সন্দেশখালি থেকে বেশ কিছুটা দূরে ভোজেরঘাট এলাকায় আটকে দেওয়া হয়েছে। লকেটের অভিযোগ, পরীক্ষার কারণ দেখিয়ে তাঁদের সন্দেশখালি যেতে দিচ্ছে না পুলিশ। গ্রেফতার করা হল লকেটকে। লকেটরা যে সময় বাধা পেলেন, ঘটনাচক্রে সেই সময়ে সন্দেশখালিতে গিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। কমিশনের ছয় সদস্য বাড়ি বাড়ি ঘুরে স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলছেন।
ফের উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালির বেড়মজুর এলাকায়। লাঠি-ঝাঁটা হাতে দলে দলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মহিলারা। এই পরিস্থিতিতে সন্দেশখালির দু’টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৪৪ ধারা জারি করা হল। ঘটনাস্থলে গিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার।
Comments