আগামীকাল 'যোগ্য' চাকরিহারাদের অর্ধনগ্ন মিছিল!
- The Conveyor
- May 29
- 1 min read

কলকাতা, ২৯ মে, ২০২৫: রাজপথে অর্ধনগ্ন মিছিল বের করবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! ৩০ শে মে শিয়ালদা থেকে মহামিছিল করবেন শিক্ষকেরা। দাবি থাকবে নবান্নে মুখ্য়মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। শিক্ষক, শিক্ষাকর্মীরা অর্ধনগ্ন অবস্থায় মিছিল করবেন। এই আন্দোলনরত শিক্ষকের কথায়, 'তার একটাই কারণ সরকারের দুর্নীতি, কমিশনের দুর্নীতি, এই শিক্ষা ব্যবস্থাকে, যোগ্য চাকরিহারাদের আজকে নগ্ন করে ছেড়ে দিয়েছে। ন্যায্য বিচার পাইনি। একজনও যদি বঞ্চিত হয় তবে আরও কঠোর পদক্ষেপ নেব।'
বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবন চত্বরে উপস্থিত হয়েছিলেন চাকরিহারা শিক্ষিকারা। তাঁদের পথ আটকায় পুলিশ। বৈধ অনুমতিপত্র না-থাকায় ছ’জন শিক্ষিকাকে আটক করে নিয়ে যাওয়া হয় কালীঘাট থানায়। ছয় শিক্ষিকার নাম সঙ্গীতা সাহা, রূপা কর্মকার, স্মার্তি রায়, নুর আমিনা গুলশন, শিল্পী চক্রবর্তী এবং সাহানি নাজনিন। মুখ্যমন্ত্রী এ ভাবে পরীক্ষায় বসার আবেদন করায় অসন্তুষ্ট চাকরিহারারা। তাঁদের বক্তব্য, মুখ্যমন্ত্রী এর আগে নেতাজি ইন্ডোরে যে কথা বলেছিলেন, তার সঙ্গে মঙ্গলবার নবান্নে বলা তাঁর কথায় ফারাক রয়েছে।
যোগ্য চাকরিহারাদের মধ্যে একজন বলছেন, স্কুলের বাচ্চাদের পড়ানোর বিষয়বস্তু একরকম আর প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার বিষয়বস্তু অন্যরকম। সেটা সবাই পারবে এমনটা নয়। কারোর বয়স হয়েছে। কেউ হার্টের রোগে আক্রান্ত। অনেকে আছে ব্রেন স্ট্রোকে আক্রান্ত। তারা কীভাবে পরীক্ষা দেবেন! তাঁরা যদি পরীক্ষার দিন হাজির থাকতে না পারেন তাহলে চাকরির কী হবে? তার দায় কে নেবে? যোগ্য কর্মহারাদের বড় অংশ বলছেন, শিক্ষা–সহ একাধিক দপ্তরে নিয়োগের জন্য ‘অযোগ্য’রা আবেদন জানাতে পারবেন বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। যার পাল্টা ‘যোগ্য’দের বক্তব্য, ‘সরকার প্রথম থেকেই অযোগ্যদের চাকরির নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিচ্ছে। যোগ্যদের বাঁচানোর চেষ্টা নেই! তাই আমাদের এমন অবস্থা।’
Comments