আগামীকাল বাজেট পেশ, শুরু বাদল অধিবেশন

২২ জুলাই, ২০২৪: আগামীকাল অর্থাৎ ২৩ জুলাই, মঙ্গলবার এই অর্থবর্ষের বাজেট পেশ। তার আগে সোমবার বিরোধীদের উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদকে সচল রাখতে বিরোধী সাংসদদের কাছে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী, “আগামী পাঁচ বছর দেশের জন্য লড়তে হবে। দলগত রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে।” এক দশক পর লোকসভায় ফিরেছে বিরোধী দলনেতার পদ। এই পরিস্থিতিতে বিজেপিকে যেমন শরিকদের মন জুগিয়ে চলতে হচ্ছে, তেমনই সমঝে চলতে হচ্ছে বিরোধী দলকেও। কাজেই ২০২৪ সালের লোকসভা ভোটের ফলাফলের পর প্রধানমন্ত্রীর এই বার্তা বেশ তাৎপর্যপূর্ণ।
সোমবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন। মঙ্গলবার, ২৩ জুলাই সকাল ১১টা নাগাদ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে তিনি টানা সপ্তমবার বাজেট পেশ করতে চলেছেন। অর্থমন্ত্রী হিসেবে সর্বাধিক বাজেট পেশ করবেন তিনি। আজকের সমীক্ষাপত্রে দেশের আর্থিক বৃদ্ধি, জিডিপি, কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি ও বাজেট ঘাটতি সংক্রান্ত যাবতীয় তথ্য থাকার কথা। এবারের অর্থনৈতিক পর্যালোচনার তৈরি করেছেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণের অফিস।
এদিকে বাদল অধিবেশনের প্রথম দিনে কেন্দ্রকে কোমর বেঁধে আক্রমণ শানাতে প্রস্তুত বিরোধীরা। সম্প্রতি উত্তর প্রদেশে কানওয়ার যাত্রায় রুটে দোকান মালিকদের নাম টাঙানোর নির্দেশকে কেন্দ্রকে বিতর্ক তৈরি হয়েছে দেশজুড়ে। বিষয়টি নিয়ে সোমবার সংসদে সুর চড়াতে পারেন বিরোধীরা। পাশাপাশি বিরোধীরা সুর চড়াতে পারেন নিট বিতর্ক, মণিপুর হিংসা, রেলের যাত্রী সুরক্ষা সহ একাধিক সাম্প্রতিক বিতর্কিত বিষয় নিয়ে।
সংসদ চত্বরে বক্তব্য রাখার সময় সোমবার মোদী এটাও মেনে নেন, গত এক দশকে অনেক সাংসদই নিজেদের লোকসভা কেন্দ্রের জন্য কথা বলার সুযোগ পাননি। তবে এর দায় অবশ্য কোনও রাজনৈতিক দলের নাম না করেই বিরোধীদের একাংশের দিকেই ঠেলে দেন প্রধানমন্ত্রী। যাঁরা এ বছরের ভোটে প্রথম বার সাংসদ হয়েছেন, তাঁরা যাতে অধিবেশনে কথা বলার সুযোগ পান, সে ব্যাপারেও গুরুত্ব দেন মোদী।
Comments