top of page

অবিলম্বে মোবাইলে ‘বিকশিত ভারত’ নিয়ে বার্তা পাঠানো বন্ধ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন

Writer's picture: The ConveyorThe Conveyor



২১ মার্চ, ২০২৪: বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য এবং প্রযুক্তি মন্ত্রককে অবিলম্বে মোবাইলে ‘বিকশিত ভারত’ নিয়ে বার্তা পাঠানো বন্ধ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। আদর্শ আচরণবিধি জারি থাকার সময় হোয়াট্‌সঅ্যাপে এমন বার্তা আর যাতে না দেওয়া হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে। ওই বার্তা নিয়ে তৃণমূল-সহ কয়েকটি বিরোধী রাজনৈতিক দল সরব হওয়ার পরেই কমিশনের এই পদক্ষেপ।

বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রককে নির্দেশ দিয়ে একটি চিঠিতে কমিশন জানিয়েছে গত ১৫ মার্চ নির্বাচনী আচরণবিধি জারির আগে ‘বিকশিত ভারত’ সংক্রান্ত বার্তা হোয়াট্‌সঅ্যাপে পাঠানো হয়েছিল। কিন্তু প্রযুক্তিগত এবং ইন্টারনেট পরিষেবার সীমাবদ্ধতার কারণে সেই বার্তা অনেক দেরিতে নাগরিকদের মোবাইলে প্রবেশ করছে। নির্বাচনী আচরণবিধি জারির পরে এখনও সেই বার্তা পাচ্ছেন নাগরিকদের একাংশ। এই বার্তা পাঠানো অবিলম্বে বন্ধ করা নিয়ে অভিযোগ আসছে কমিশনের কাছে। যেহেতু এখন নির্বাচনী আচরণবিধি জারি রয়েছে, সেই কারণে এই বার্তা আর পাঠানো যাবে না। দ্রুত এই নির্দেশ কার্যকর করতে হবে বলে জানিয়েছে কমিশন।


Comentários

Avaliado com 0 de 5 estrelas.
Ainda sem avaliações

Adicione uma avaliação

Top Stories

bottom of page